Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জানুয়ারি ২০১৬

করিমগঞ্জের চরদেহুন্দা নদীর উত্তরপাড় আইপিএম ক্লাবে ইলেক্ট্রনিক্স সামগ্রি বিতরণ


প্রকাশন তারিখ : 2016-01-20

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় চরদেহুন্দা নদীর উত্তরপাড় আইপিএম ক্লাবে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য গত ১৯ জানুয়ারি, ২০১৬ খ্রিঃ ক্লাবের কার্যকরী কমিটির নিকট ইলেক্ট্রনিক্স সামগ্রি (আইসিটি উপকরণ) হস্তান্তর করা হয়। করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসে অনুষ্ঠিত এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের সভাপতি মো. আব্দুল কাইয়ুম এর হাতে সামগ্রিসমূহ তুলে দেয়া হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শাহীনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিস, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী তথ্য অফিসার (অ.দা) কাজী গোলাম মাহবুব। এ সময় করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্পের সহায়তায় দেশের বিভিন্ন উপজেলায় কৃষক সংগঠনগুলোকে “কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি)” হিসেবে রূপদান করে এবং প্রয়োজনীয় ইলেক্ট্রনিক্স ডিভাইস প্রদান করে তাদের দ্বারা এলাকার কৃষকদের মাঝে কৃষি বিষয়ক কারিগরি তথ্য প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চরদেহুন্দা নদীর উত্তরপাড় আইপিএম ক্লাবকে এআইসিসি হিসেবে রূপদান করার মাধ্যমে সেই এলাকার কৃষকদের মাঝে উন্নত কৃষি প্রযুক্তি বিস্তারের ব্যবস্থা করা হলো। এখান থেকে তারা উন্নত প্রযুক্তিগত তথ্য গ্রহণ করে কৃষি উৎপাদন বাড়াতে সচেষ্ট থাকবে। কেন্দ্রটি পরিচালনার জন্য তাদেরকে কম্পিউটার(ল্যাপটপ), মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট সংযোগ, জেনারেটর সহ প্রয়োজনীয় বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়াধীন কৃষি তথ্য সার্ভিস।